সুধীর রায় ✍️
নিয়েছি জনম আমি ধরার বুকে,
সময় বয়ে যায় সুখে দুখে;
উত্থান পতনের অবিরত খেলা!
প্রতি মুহূর্ত আসছে কাছে
জীবনের সন্ধ্যা বেলা!
বুকের ভেতরে জমানো ব্যথা গুলো
পাথর চাপা দিয়ে-
চলেছি জীবন পথে......
কোনো এক অন্তিম মুহূর্তের অপেক্ষায়।
কেউ জানে না সে দিন আসবে কবে?
অথবা কখন?
কিছু স্মৃতি রেখে যেতে চাই, মানুষের তরে;
যেন ভেসে উঠে, আমি রইবো না যখন।
হাজারো কষ্ট বুকে, পাহাড় সম ব্যথা;
তবুও হাসি মুখে থাকি,কবর দিয়ে দুঃখ-ব্যথা!
অথচ কষ্ট গুলো জীবনের সাথে ছুটে!
কষ্টের এলোমেলো শব্দ গুলো কখনো বা কবিতা হয়ে ফোটে!!
0 মন্তব্যসমূহ