একটু স্বাধিকার


  জনার্দন ✍️

তুমি যা' খুশি বলতে পারো;
আজ একা হাঁটতে মন্দ লাগছে না।

আমার একটু খোলা বাতাস চাই;
কোনো কথাই আজ শুনতে ইচ্ছে করছে না।

মেঘ ডাকছে একনাগাড়ে;
মনটা আজ বৃষ্টিতে নাচতে চাইছে।

মেঘলা বিকেলে আজ দু-চোখ আন্তরিক ;
একরাশ ঝড়কে যেন আটকে রেখেছে।

বাতাসের আছে স্বাধিকার, বইছে জোরে জোরে;
পথচারী ছুট লাগিয়েছে,যেন কতদিনের চেনা।

পাতাগুলি সব নেচে বেড়ায় , বৃষ্টি নামার আগে;
মেঘ জমেছে ঘন,যেন সাঁঝ বিকেলের আলপনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ