জীবন পথ

মিতা বন্দোপাধ্যায়✍️

অসময়ে জীবন বলিদান এক সামাজিক রোগ ,
সুন্দর বলিষ্ঠ প্রাণটাকে নিমজ্জিত  করে গোঁড়ামির অন্ধকারে ।
শত বিদ্রুপে তৃষ্ণার্ত হৃদয় ব্যকুল হয়ে ওঠে ,
মূর্খতায় নষ্ট হয় পরিমিত  গৃহস্থালীর প্রদীপ ।
প্রতিদিন অনন্ত আকাশ দিয়ে যায় কত , রকমের স্বপ্ন ,
এই বোবা কালা সভ্যতার যদি হতো নির্বাসন
মন বাগিচা ভয়ে শিউরে ওঠে ক্ষণে ক্ষণে ,
জীবন নদীর বাঁকে কত স্মৃতি ভরে থাকে ।
মোহনার পথ গরিয়ে যায়  প্রায় সময়ের আগে ,
বুকের আগুন নিয়ে ছিনিমিনি খেলা সয়না।
জীবন সাম্রাজ্যে অমলিন মায়াজালে রেখো স্বজন সৃজন স্মৃতি ,
সুখ নদী পার হয়ে যায় অনায়াসে ;
দুখের মাঝি পার হতে পারেনা পার হতে  কিছুতেই , সহজে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ