সুজন দেবনাথ ✍️
জীবন নামের রেল গাড়ীটা
ছুটে চলছে অবিরাম,
পৃথিবী নামের এই স্টেশন চত্বরে
কোনো বিরামের স্থান নেই,
শুধু নেওয়ার চেষ্টায় ব্যাস্ত সে গাড়ী।
যতক্ষণ আছে ইঞ্জিনে দম
ততক্ষণই সে দৌড়ন্ত,
এই স্টেশনে দেখেছি শূণ্যপতি থেকে
কোটিপতি সকলেই একই পথের বাঁকে,
এখানে অনন্ত নিয়মে চলছে অবিরাম
নিত্য আসা যাওয়ার খেলা।
কেউ খেলতে আসছে, আবার কেউবা
খেলা শেষে ফিরে যাওয়ার অপেক্ষায়,
ফেরা অনিবার্য কেউ আগে আর কেউ পরে।
ফেরার টিকিট হাতে নিয়েই তো সবার
এই স্টশনে ভীড় জমানো।
পাওয়া, না পাওয়া, শূন্যতা, পূর্ণতা
এসবের হিসেব কষে আর লাভ কি?
এই স্টেশনে তো সবার শূন্য হাতে আসা
অথচ পূর্ণতার অন্তিম লগ্নেও সেই শূন্যতা!
তবুও এই ব্যস্ত ভূখণ্ডে, ব্যস্ততার ভিড়ে
ব্যস্ত জীবন কালের নিয়মে।
0 মন্তব্যসমূহ