মায়া রানী মজুমদার ✍️
সজ্জিত হয়ে লজ্জিত হই
এসে তব ভুবনে,
তব বদন পানে দেখতে নারি
শঙ্কিত দুই নয়নে।
কৃষ্ণ-বর্ণ কৃষ্ণ তুমি
ত্রি-জগতের পতি,
তোমারে পূজিতে তাই
সবাই হয় ব্রতী।
সকল দুঃখ নাশিতে
অসীম তব ক্ষমতা,
দুঃখের কথা বলতে
মুখে আসে জড়তা।
মোচন করো দুঃখ সবার
তুমি ত্রিনাথের নাথ,
সুস্থ থেকে ধরবো মোরা
সবাই হাতে হাত।
পুষ্প চন্দন তাই তো
তোমায় দিয়ে যাই,
রেখো মোদের কুশলে
এই তো মোরা চাই।
চতুর্ভূজ তুমি হরি
হরেক রকম নাম তব,
তোমারে পূজিতে তাই
আসে মনুষ্যরা সব।
আশির্বাদ দাও সবারে
প্রভু ত্রিনাথের নাথ,
তুমি সৃষ্টিকর্তা, তুমিই ধ্বংসকারী
তুমিই স্বয়ং জগন্নাথ।
0 মন্তব্যসমূহ