শেষ দেখা, শেষ স্মৃতি

ভোলা(সুশীল দাস) ✍️

       স্মৃতিগুলি যখন মনে পড়ে আবেগকে আরেকটু খোঁচা দিতে ইচ্ছা করে, যতটুকু না হয়েছে 
তার থেকে একটু বাড়িয়ে ভাবতে ইচ্ছে করে।
মহাসাগতিক বস্তুগুলি কেবলই চলমান, চলতেই আছে, চলতেই আছে কিন্তু আমাদের জীবনের কোন্ এক সীমানায় থেমে যেতে হয়।
 টানতে হয় নিজেকে ইতি, বলতে হয় আর নয় এখানেই শেষ।  বোধহয় এমনটা হওয়ার কারন, শেষ হলেই শুরু হবে নতুন কিছুর।

অনেক বছর হয়ে গেল দেখা হয় না, এখন মুঠোফোনেই দেখা ও কথা হয়, তবে অনেক কম। 
শেষ কবে দেখা হয়েছে মনে নেই, তবে মনে পড়ে সেই দিনটির কথা।
তুমি শেষ কথাটুকু বলতে এসেছিলে সেদিন, কিন্তু আমার একটুকুও মনে হয়নি সেদিনই ছিল শেষ দিন।
সেদিন কোন এক মায়ার টানে তুমি এসেছিলে, আজ তুমি নেই কিন্তু আমি বিশ্বাসী আমি যে মায়ার টান তৈরি করে দিয়েছি তা এখনো ফুরিয়ে যায়নি তোমার মধ্যে।
অনেক যুগ পর কোনদিন যদি আমাদের দেখা হয় তবে একটুর জন্যও আমার মনে হবে না যে দীর্ঘদিন পরে আমাদের দেখা হয়েছে, মনে হবে এইতো সেদিন মাত্র আমাদের দেখা হয়েছিল। সেই পুরান তোমাকে আমি ফিরে পাবো, সেই মায়ারটানের বিন্দুমাত্র পরিবর্তন আমি দেখতে পাবো না।  
সেদিন তুমি মুখে বেশি কথা বলোনি, তবে তোমার মন, তোমার চোখ অনেক কিছু বলছিল। 
 তোমাকে আমার করে পেতে পারেনি কিন্তু সেদিনই ছিল "আমার হয়ে" তোমার সাথে আমার শেষ দেখা।
সেই দিন তোমার হৃদয়ে ছিল কিছু পাওয়ার আনন্দ ও আমাদের বিচ্ছেদের শোক। রাধা-কৃষ্ণের প্রেমের মতো কিংবা উপন্যাস লেখার মতো বড়ো প্রেম কাহিনী না হলেও একটি ছোট গল্পতো হতে পারে আমাদের নিয়ে। রাধা- কৃষ্ণের যদি মিলন হতো তবে তা প্রেম কাহিনী হতো না, আমাদের যদি মিলন হতো তবে "শেষ দেখাটি" শেষ স্মৃতি হতো না, অসমাপ্ত গল্প ও হতো না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ