নারী তুমি শক্তির আঁধার


✍️সুমিতা স্মৃতি

ঘরের লক্ষীকে সন্মান করতে জান না অথচ মাটির লক্ষীকে করো পূজো। 
পুরুষতান্ত্রিক এই সমাজে নারীরা অবহেলিত আজও।। 

আজও মেয়েদের একা ঘর থেকে বেরোতে মনে জাগে সংশয়। 
অথচ মানুষরূপী অসুরদের ঘরেও খুব ঘটা করে লক্ষীপূজা করা হয়।। 

মা রূপী লক্ষী থাকে তোমার বৃদ্ধাশ্রমে পড়ে। 
আর তুমি মাটির প্রতিমাকে লক্ষীরূপে পূজো দাও বেশ তোরজোরে।। 

স্ত্রী রূপী লক্ষীকে অবহেলা করে ভাবো পুরুষ তুমি মহান। 
নারী রূপী প্রতিমাকে পূজা করলে কি নষ্ট হয়না মান? 

লক্ষীরূপী নারী তুমি তুমিই শক্তির আঁধার। 
অধিকার অর্জনে রুখে দাঁড়াও আর সহ্য করো না অত্যাচার।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ