কৃষ্ণকলি


✍️সম্পা কর্মকার

সে ছিল একুশ বছর বয়সী এক তরুণী ।
তার গায়ের রং কালো ।।
তার কাজল কালো হরিণীর চোখ ।
ঘনকালো দীর্ঘায়িত কেশরাশি , আর ধারালো নাক ।।
সে নাচ , গান , আবৃত্তি সব কিছুতেই পারদর্শী ।
কিন্তু...
সমাজ তার করছে উপহাস ।।
কেন...?
সে কালো বলে তার এই পরিহাস ?
রাতের অন্ধকার আছে বলেই তো চাঁদ হাসে ।।
তাঁরা রা আপন মনে ভাসে ।
সে কালো বলেই কি তার সকল গুন নাশ ?
শ্যামা মাও তো কালো ।।
সমাজ তো তাকে উপহাস করেনি ।
বরঞ্চ...রাত্রির দ্বিপ্রহর জেগে পুজো করেছে ।।
সে মেয়ে বলেই কি এই নির্মম পরিহাস...?
সে কালো বলে কি মানুষ নয় ?
তার কি বেঁচে থাকার কারণ নেই ?
তারও কি ইচ্ছে হয় না , সেজেগুজে আনন্দে ভাসতে ?
সে কালো বলে এই উপহাস , না কি মেয়ে বলে ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ