রঙ বদল

     ✍️ শুভ্রা দেব
      
শতাব্দীর হাত ধরে আজ শুধু
গিরগিটির মতো রঙ বদলের পালা,
সত্য -মিথ‍্যা, ন‍্যায়-অন‍্যায়; 
ওসব থাকুক চুলোয় পড়ে
নিজের স্বার্থ গুটিয়ে কাটতে পারলেই বাজিমাত;
কে কার পেটে মারলো ছুরি, 
কার মাথায় ঢিল ;
এসব দেখে সময় নষ্টের পরিচয় 
যেন নিতান্ত নির্বোধ।
ডিজিটাল দুনিয়ায় নিজেকে নিয়েই ইদুঁর দৌড়;
নেতা মন্ত্রীর তবিলদারিতে 
জীবন হয়েছে পোয়াবারো
ভাব জেগেছে মনের কোণে
 'হ‍্যামসে বড়া হ‍্যায় কৌন';
অভুক্তের গ্রাস কাড়তেও
বিবেক থাকে মুখ লুকিয়ে--
পাপের সাম্রাজ‍্যে ব‍্যভিচারের জয় জয়কার
মুখোশের আড়ালে রাক্ষসের দেখা-- 
জোড়া খুনিও দেখো 
বুক ফুলিয়ে কেমন রাস্তায় হাঁটে।
রক্ষক আজ হয়েছে ভক্ষক;
রক্ষণের নামে চলছে কেবল ভক্ষণের খেলা।
চেতনায় আজ জাগ্রত হোক বিবেকের দংশন; পাপমোচনের পথটি ধরে --
অন‍্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 
নবীন প্রজন্ম আজ ন‍্যায়ের পথে পা রাখুক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ