প্রতীক্ষা


✍️রেহানা বেগম হেনা

একটা সময় ছিল আমার ----
     থাকতাম শুধু তোমার প্রতীক্ষায়!
ফোনের দিকে মন প্রাণ দৃষ্টি নিবদ্ধ ---
কখন উঠবে বেজে তোমার আগমন বার্তা ---
                ক্রিং ক্রিং ক্রিং,
     ডিসপ্লেতে তোমার নাম!
শুধু প্রতীক্ষা ---
  ওপার থেকে ভেসে আসবে তোমার
             চির সবুজ কণ্ঠস্বর,
   বলবে আমায়,
    "বড্ড ভালোবাসি তোমাকে!
এমনি করেই ভালোবেসে যাব চিরকাল।"
   চলবে গল্পের মিছিল;
            সংবাদ সমাচার,
   আরও কত কী
     মন দেওয়া নেওয়া আনমন,
      খুনসুটিপনা, স্বপ্ন-বন্ধন!
হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিতে
     ওপার থেকে ভেসে আসা চুম্বনের কম্পন।
   তোলপাড় শুরু আমার হৃদয় জুড়ে।
স্বপ্ন নেমে আসতো আমার দুয়ারে।

তারপর,
কেটে গেছে দিন মাস বছর
    নদীর উত্তাল স্রোতের মতন,
     প্রতি পলে পলে জীবনের স্পন্দন।

কিন্তু, সব নদী সমুদ্রে হারায় না
                          উত্তাল সঙ্গম সৈকতে।
অনেকেই হারিয়ে যায় মাঝ পথে,
যেমন তুমি আমি আমাদের দুটি মন
   আমাদের কত কত স্বপ্ন-বন্ধন!

তাই, এখন আর কোনও অনুভূতি হয় না।
নাহ্,
এখন আর তোমার প্রতীক্ষায় থাকি না।
মন নেই ফোনের রিংটোনে,
   প্রতীক্ষার প্রহর গুনে গুনে।
এখন শুধু আছি অপেক্ষা ক'রে,
কীভাবে ভুলে যাব তোমারে।
দুই মেরুতে যে তুমি আমি করি বসবাস
তাই, প্রতীক্ষা নেই আর,
   আছে শুধু অপেক্ষা
                       নিরবকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ