✍️চন্দন পাল
আকাশে দশমীর চাঁদ
ছোটে না খুকু, খুঁজে না সাজি, বাজেনা ঢাক।
মলিন বাতাস, ফাঁকা পেন্ডেল, ফিকে কিচিরমিচির সকাল।
তেরাত্র শেষে,
কার্তিক গণেশ, আলো বাদ্য নিয়ে উমা ফিরে কৈলাশ,
বিলাপে সজল পাড়া পড়শী, আকাশ বাতাস।
কিন্তু, ঐ যে,,,
গাড়ির পেছনে নৃত্যাচ্ছন্ন নাবালক,,, মহার্ঘ্য পানে পুষ্ট!
ধুপদীপ হাতে নাচে আর একে অপরে হিচরে টানে, দুখের ভানে সন্দ !
থলে ভরা বাজার নিমন্ত্রণ, সংশয়ে নিরামিষ ভাঙ্গন, মনের রাবণ দহন ।
ফিরা গাড়িতে অর্কেস্ট্রা নাচে, নাচে বাজী, অলক্ষ্যে প্রতিহিংসার রক্ত ছিটা !
শোকচিহ্নরা প্রশ্নবোধক!
বাড়ন্ত সব রীতি! মর মর জাতি।
ইন্দ্রসভায় প্রস্তাব ,
ভোটে বিসদৃশ বিজয়ার মৃত্যুদন্ড আর বিকাশের জন্ম দেখি।