ধর্ষিতা
সুস্মিতা সরকার
কালো মেঘ জমেছে
ওই অবুঝ শিশুর মনে।
বাল্যকালে পেল সে
ধর্ষিতা নামে এক উপাধি ।
খুশির চাইতে দুঃখ পুষেছে
ওই শিশুটির শৈশব জীবনে ।
চলছিল জীবন
সবকিছুই ছিল গোপন ।
এক বিকেলে কন্নায় ভেঙ্গে
বল্ল তার মাকে সব বুঝিয়ে ।
ওই সব ছাড় খোকা
এখন আর থাকিস না একা ।
সে বুঝেনি , দায় যে সে সন্মানের
বিতর্ক চাইনি তার পরিবারের লোকজনে ।
দিন ফুরিয়ে যায় হারিয়ে যায় শৈশব
হৃদয়ে বাড়ছে শুধু ভয়ঙ্কর চিহ্ন ।
বয়সে স্পষ্ট হয়
ভালো খারাপের সব পার্থক্য।
জন্মে যায় তার মনে
প্রতিশুধের চিহ্ন ।
চলতে গেল একের পর এক
নতুন অঘটন ।
তিলে তিলে বাঁচার চেয়ে
নিল আজ মৃত্যু বরন ।
0 মন্তব্যসমূহ