✍️ সুধীর রায়
মানুষ বন্ধু, মানুষ শত্রু, মানুষ স্বার্থপর!
মানুষেই মানুষ গড়ে,মানুষেই ভাঙ্গে ঘর!!
মানুষেই শান্তি,মানুষেই অশান্তি,মানুষেই করে যত্তসব...!
মানুষই খুনি, মানুষই গুণী, মানুষেই বৈভব!!
মানুষেই ভগবান, মানুষেই ভক্ত, মানুষ আপন পর!
মানুষে মানুষে বিভেদের খেলায় মেতে থাকে চরাচর!!
মানুষই ঘৃণা,মানুষেই ভালোবাসা,মানুষেই করে পরিহাস!
মানুষ নষ্টা, মানুষ স্রষ্টা, মানুষেই লিখে ইতিহাস...!!
0 মন্তব্যসমূহ