ভাসমান ঘর


    ✍️কৃষ্ণ দাস 

বেঁধে  ছিলাম শূন্যে ভাসমান ঘর।
আলোর নিরিখে ক্ষণিক সময়ের মাঝেই সীমাবদ্ধ আমার সেই আভাস,
নিজের ,নিজেকে খুঁজে নেবার এক সুন্দর সময় এর মহা মিলন মেলা।
ঘর সাজাতে হবে জানি আমি, 
তবে কি জানো কিসের আলামত যেনো , নিমিষে ভুলিয়ে দেয় আমার হৃদয়টা।
শূন্যে ভেসে থাকা ঘর সাজাতে
সে আমায় ব্যস্ত করে।
 আমায়  মুগ্ধ করে তুললো তার প্রিয় বলে ডাকা।।
কে জানে,
শূন্যে ভাসমান ঘর কোনোদিনই সুন্দর প্রকাশ করতে পারে না।
আপন পরানের গহীন অরণ্যে অবিচল চলতে থাকে, 
কোনো সত্যিকারের ভালোবাসার তাগিদে।
হাসি মাখা মুখে বরণ করি ,আমার সময়ের ভাসমান ঘর।।
আমি তো থাকবো পরিবর্তনের মুখে, হয়ে যাই সেই পাখির সুর।।
পৃথিবীটা যেনো মনে হইলো এল শূন্যে ভাসমান ঘর।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ