✍️দ্বীপ বণিক
ফেলে এসেছি যা মনে থাকুক তা,
ছিলো সেথায় কতো কোলাহল।
কতো কথা ভাঙা ভাঙা শব্দ;
মনে পড়ে আজও বাজিয়ে কর্নের ধ্বণি।
ধ্বংসের স্তূপে বিশাল ইমারত -------
সেথায় ছিলো একদা ধুলো মাখা পথ।
বাতাসের তীব্র বেগে বেজে উঠে মর্মর ধ্বণিতে;
সেথায় ছিলো বিশাল বট বৃক্ষ।
ধুলো মাখা ঝরা পাতা এসে জায়গা নিতো,
আমারি ছোট ডিঙার একটি অংশ জুড়ে।
নদীতে সেদিন ভাসিয়ে বেড়াতাম;
আমারি ডিঙা পড়ন্ত বিকেলে আপন খেয়ালে।
দিন গুলো আজ অতীত হয়েছে;
হারিয়ে গিয়েছে ধুলো মাখা পথ।
নদীতে আজ ঢেউ থেমেছে-------
ডিঙা বাঁধা রয়েছে চেনা ঘাটের প্রান্তে।
তবুও আবার ক্ষনিকের সুখের জন্যে;
ফিরে যেতে চায় পুরনো চেনা দিনে।।
0 মন্তব্যসমূহ