আগমনী


✍️সোমা নস্কর 

আসছে পুজো,আসছে পুজো
   ঢাকের আওয়াজ বাজে,
নতুন নতুন খুশির মেলা
    রঙ বাহারে সাজে।

ভোরের শিশির,সন্ধ্যা প্রদীপ 
    রাঙায় সকল মনে,
মহালয়ের ভোরের গানে
    জুড়ায় হৃদয় কোণে।

শরৎ এলো এই ভুবনে
    সাজিয়ে কাশের মেলা,
নীল আকাশে ভেসে বেড়ায়
    সাদা মেঘের ভেলা।

শিউলি পদ্ম এনেছে বার্তা
     আগমনী নাহি দূর,
মা আসছে সকল হৃদয়ে
    উৎসবের বাজে সুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ