রক্ত আগুন

✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

কি এমন করেছিলাম ? বাঁচার আর বাঁচানোর 
অভীষ্পায় পথেই তো নেমেছিলাম !
অসুস্থ বাবার কাতরতা,মায়ের না বলা ইচ্ছা ,
সন্তান মুখে খাবার তুলে দিতে না পারায়
স্ত্রীর অস্ফুট কান্না , আমায় করেছে অসহায় ।

প্রতি রাতের অন্ধকার পেরিয়ে 
ভোরের সূর্যে  আলোকিত পৃথিবী ,
আমিও বিনিদ্র চোখে স্বপ্ন বুনি, হয়তো 
আগামী প্রভাতে আসবে ভাসি কোন এক নতুন সুর 
পাব ফিরে খোয়ানো বীণার তার।

কিন্তু নির্ঘুম রাতের বিবশতা আমায় বাধ‍্য করে 
পথে নামার ,ক্ষুধার্ত হৃদয় জেগে উঠে
অন‍্যদিনের মতো ;খাবারের অধিকারে 
ন‍্যায‍্যতার দাবীতে ;বাঁচার তাগিদে
ফিরি রাজপথে ;পোড়ানো  স্বপ্নের ছাই উড়িয়ে।

আর পথের ধারে পরে থাকে অগুনিত স্বপ্নের লাশ, সরকারি আমলার বুটের অভিঘাতে রক্তাক্ত দেহ ,
চোখে তখন উসখুস করে বারুদ
ইচ্ছে করে নিমেষেই  সকল বর্বরতা জ্বালিয়ে
মিশে যাই মাটিতে আর সেই মাটিতে ফুটবে আলো।

কিন্তু অস্তরাগের পথে ঢলে যায়  রক্ত আগুন
চোখের সামনে ভেসে উঠে কয়েকটা শুকনো মুখ
পিছুটান  ফিরায় ঘরে;রাতের নিয়ন আলোয় 
মুখলুকাই বালিশে,বিনিদ্র চোখে জেগে উঠে 
এক আকাশ স্বপ্ন...... আবারও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ