✍️জনার্দন
এই জনপদের খবর কেউ রাখে না,
এখানে পর্ণমোচীদের বসবাস,
সবাই শুধু আড়ালে জানতে চায়;
আসলে কেউ কেউ জানতেও চায় না।
ওরা মাঝে মাঝে আসে,
আবছা অন্ধকারে বেহায়াপনার শিকার হয়, শুধুমাত্র দুমুটো অন্নের খোঁজে।
বুকফাটা চিৎকারেও কেউ খবর নেয় না;
শুধু জন-নেতারা একটা সময় ওদের খোঁজ নিয়ে যায় ।
কেউ তাদের অমৃতবাণী শোনায় না।
শুধু অগ্নি বাসরে ঠেলে মজা লুটতে আগ্রহী।
পৃথিবীতে যদি কেউ তাদের আপন হয়; সে'তো সময়ই বলে দিচ্ছে, কতটুকু আপন!
কালের বিবর্তনে ওরা পরিধি বাড়াতে থাকে,
কিন্তু সম্পর্কের আধিক্যটা ওরা একটা মূল্যে মেপে নেয়।
0 মন্তব্যসমূহ