স্বপ্ন

 
✍️আলমগীর কবীর। 

স্বপ্ন সবাই দেখে 
কেউ আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে
আবার কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে।
সবার সব স্বপ্ন আর বাস্তবায়িত হয়না! 
তবে যার স্বপ্নটটা সফল হয় সে জানে,
তার জীবনে কত প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে !

একটি মন্তব্য পোস্ট করুন