✍️অসীম দেববর্মা
পাশে থেকো কিন্ত থেকো পাশে,
প্রতিশ্রুতি হয়ে নয় প্রিয় হয়ে
থেকো পাশে।
শুনেছি যে পাঞ্জাবি পড়ে
বসন্তে বুকে জড়িয়ে ছিলে
সে-ই পাঞ্জাবিটা নাকী
আগুনে পুড়িয়ে দিলে।
এও শুনেছি তুমি এখন ব্যাপারী
মন ব্যাপারী!
এ-দোয়ার, ও-দোয়ার ঘোরোফেরো
তাহলে কী তুমি কোনোদিনই ছিলে না পাশে
অর্থ দিয়ে নয় মনোবল হয়ে থেকো পাশে।
পাশে আছি,পাশে থাকবো মিথ্যা প্রতিশ্রুতি দিও না
প্রতিশ্রুতি দিয়ে কেউ চলে যায় না!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন