মনন

  ✍️ সূবর্ণা চক্রবর্তী
                          
ঘুম ভাঙা ভোরে স্নিগ্ধ বাতাসে
ছুঁয়ে যায় কোনো অজানা সপন।
এমনই এক শীতের শুরু 
আদুরে উষ্ণতা মাখা অভ্যাস নিয়ে।
রন্ধ্রে রন্ধ্রে শিরা- উপশিরায় 
মনের অলিন্দে 
হাজারো শব্দেরা ভিড় জমায়েত করে,
পূর্ব প্রতিশ্রুতির জীবাশ্ম হয়ে,
কিংবা নির্জন একাতিত্ত্বের  সাথে
খুঁজে ফেরে  সুখ।
অসমাপ্ত রজনী 
বলে যায় আমার  নির্ঘুম  জীবনের কাহিনী।
কখনওবা চুপিসাড়ে  পাড়ি দেয় 
উদাসী হাওয়ায় ভর করে
 আপণ খেয়ালে।
পড়ন্ত বেলায়  সামলে রাখি
জোছনার ডালি 
যতনে, সংগোপনে।
সকল ভাবনার অবসান ঘটিয়ে
নিজেকে আগলে রাখি নিজের সমাধিস্থলে। 
পার্থক্যগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর....
বিলীন হয়ে গেছে চিরতরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ