✍️অমৃকা মজুমদার
মা মানে---
মায়া,মমতা আর শান্তির নীড়,
সুখের আগার।
মা মানে---
পুষ্টিগুন সমৃদ্ধ বুকের দুগ্ধ,
শিশুর প্রথম খাবার।
মা মানে---
ভরসা আর আত্মবিশ্বাস।
স্নেহের ভান্ডার,ভালোবাসার শ্বাস।
মা মানে---
দুষ্ট আদর আর অনুশাসনের কোল
আর মায়াবী মূর্তি।
মা মানে---
রৌদ্রতপ্ত গ্রীষ্ম দুপুরের
এক ছায়া শীতল কোল।
মা মানে---
তৃষ্ণার্ত তীর্থের কাকের
তৃষ্ণা মেটানোর জল।
মা মানে---
বৃষ্টিস্নাত আষাঢ়ে বর্ষার
গা মোছানোর আঁচল।
মা মানে---
রোগাক্রান্ত দেহের ডাক্তারের
পরিষেবা, যন্ত্রনার ঔষধ।
মা মানে---
যার কোলে মাথা রাখলে
দূর হয় সমস্ত ক্লান্তি আর অবসাদ।
মা মানে---
যার ঋণ কখনো যায় না
পরিশোধ করা।
মা মানে---
আমার গর্ব, আমার অহংকার।
পৃথিবীর আলো, বাতাস দেখিয়ে
যিনি করেছেন ধন্য।
0 মন্তব্যসমূহ