মরণ লিয়ে

   ✍️ বিপ্লব উরাং

সব্বাই বাঁচতে খোঁজে
ক‍্যামনে বাঁচবেক,ক‍্যামন করে থাকবে।
ক‍্যামন করে চলবেক
এইগিলা লিয়ে শুধু
ভাবে ভাবতে থাকে।

হ‍্যাঁরে বেচারাম,
মরণ লিয়ে কেউ কি কনদিন তেমন করে ভাবে?

ভাববেক নাই ক‍্যানে নানা?
ভাবে,-জনম যখন হয়েছে
মরনত একদিন হবেক ই।

ধ‍্যুর বুড়বক,-তা ত বুঝলম।
বাঁচন লিয়ে যতটা ভাবে,মরণ লিয়ে কি ততটা ভাবে?)

হামারত মনে হয়,-নাই
ততটা নাই ভাবে।
মরতেত কেহই নাই খোঁজে।
মরণ হবেক,অথচ
মরণ লিয়ে ততটা নাই ভাবে।

মরণের কথা মনে হইলে
মনটা ধুকপুক,ধুকপুক করে
এজনেই কবি বলেছে--
"মরিতে চাহিন আমি
সুন্দর ভুবনে"।
নাই,নাই কেহই তেমন
করে মরণের কথা নাই ভাবে।

বাঁচার জনে যত আকুল হয়
মরণের জনে ততটা নাই হয়।
অথচ হামরা সব্বাই মরব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ