✍️ পান্থ দাস, হাঁপানিয়া, ত্রিপুরা
গোধূলি বেলায়
খুঁজি যে
নিলাভ মেঘ,
তবে নেই যে
খোলা গগনে।
রাত্রির ঘন অন্ধকারে
খুঁজি যে
প্রদীপের বাঁচার জেদ,
শুধু আছি আশায়
এক নতুন স্বপ্নে।
বইছে হাওয়া
ভাসছে বৈঠা
নিস্তব্ধ যে দিক,
গাইছে কোকিল
ডাকছে আকাশ
ভাবনা শুধুই মননে ।
0 মন্তব্যসমূহ