✍️ দীপক রঞ্জন কর
শিশুর মনে আসা কিছু শব্দ বাছাই করে
খেলাছলে শব্দ শেষে আকার দিল জুড়ে ,
নতুন শব্দ গড়ে শিশু লাগিয়ে দিল তাক-
পাঠক সব পড়ে তাহা হতেই হল অবাক!
কানকে করলো কানা,থান্ হলো থানা, খানকে করলে খানা , দান করে দানা।
জামকে করলো জামা,তাল যে হয় তালা
বাম আকারে হবে বামা,পাল তবে পালা।
চাক্ কে করলো চাকা,কাক হলো কাকা
বকে আকার দিয়ে বকা,সখ হবেই সখা।
চার কে করলো চারা,ধার করলো ধারা
এক যে হবেই একা,সার হলো যে সারা।
জলকে বানায় জলা,পাঠ হলো পাঠা
কল হয়ে যায় কলা, আট হলো আটা।
সাজ কে আকার দিয়ে করে দিলো সাজা
তাজ কে করে তাজা , রাজ করে রাজা ।
0 মন্তব্যসমূহ