✍️ সুমন নাথ
এক মুঠো স্বপ্ন নিয়ে ঘুমোতে যাই প্রতিরাতে,
নীল আলোর জোছনা ছড়িয়ে-
সিলিং এর আকাশ টাতে,
জানালার পাল্লাটা দোলে মৃদু হাওয়ায়,
থেকে থেকে বাইরের পৃথিবী টাও দেখা যায়,
একটা অদ্ভুত ক্ষ্যাপামো কাজ করতো মাথায়-
মুঠোভর্তি স্বপ্নগুলো বুকের বাঁ দিকে চেপে রাখতাম-
ভয়ে ভয়ে থাকতাম, ফস্কে না পড়ে যায়।
জেগে থাকতাম রাত-গভীর-
যতক্ষণ না ডেকে উঠতো কোনো রাতপাখি,
কানে আসতেই দুহাত ছড়িয়ে, স্বপ্ন দিতাম উড়িয়ে- একান্ত আমার আকাশটাতে,
ভাবতে ভালো লাগতো, বিশ্বাসও করতাম,
কেউ আসবে-পাশে থাকবে, হাসবে, বকবে-
হাত ধরে টেনে নিয়ে যাবে- ওই বাইরের পৃথিবীটাতে।
আমার যা কিছু ভাল, যা কিছু মন্দ,
ব্লটিং এর মধ্যে সবটুকু শুষে নিয়ে বলবে-
“চলো একটা নতুন গল্প লিখব, ভালোলাগার গল্প-
নতুন জীবন, নতুন পৃথিবী, সাজাবো পুরাতন হাতে,
আমরা দোয়েল হব-
খাইয়ে দেবে তুমি, ঘর সাজাবো আমি,
সুরের মূর্ছনায় হবে প্রেমাঞ্জলি তোমার,
শীত-গৃষ্ম বা বসন্তে।।“
0 মন্তব্যসমূহ