মাঝি


✍️সংগীত শীল

বাবারা বটবৃক্ষের মতো,
রোদে পুড়ে বৃষ্টি ভেজে।
নদী কূল আঁকড়ে ধরে
ছায়া দেয় নিরালায়।
 
একটি বলিষ্ঠ হাত যেন
মাথায় থাকে অবিরাম,
অন্ধকার উদ্বিগ্নতার সুরঙ্গে
আশার বাণী গায়।

বলা হয় না
জড়িয়ে ধরে হৃদয়ের কথা,
কতটা যে ভালোবাসি
এই ব্রহ্মান্ড পরিক্রমার সাথীকে...

বাবা তুমি কঠোর বলেই
আমার জীবনতরী অঙ্গিকারবদ্ধ।
তুমি দৃঢ়চেতা তাইতো
দুঃসাহসিক বীজ বপন করি।

তোমার জন্যই আমার বাগানে
হিল্লোল প্রবাহিত হয়,
আর হঠকারিতার শহরে
আমি দীপ্ত বিশ্বজয়ী হই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ