✍️প্রতীক হালদার
নতুন আশার হাতছানিতে
আনন্দিত মন,
পাল্টে যাবে এবার বুঝি
আমার এ জীবন।
সুখ গুলো সব দেবে ধরা
একটু একটু করে,
রঙিন হবে সাত রঙেতে
খুশিতে উঠবে ভরে।
দুঃখ গুলো পালিয়ে যাবে
সুখের এ জোয়ারে,
স্বপ্নগুলো নতুন হয়ে
ভাসাবে আমারে।
ইচ্ছে গুলো দেব মেলে
বইবে সুখের হাওয়া,
বাঁধভাঙা সুখ জীবনটাতে
করবে আসা-যাওয়া।
সুখের তরী দুলে তখন
চলবে স্রোতের টানে,
পাড়ি দেবে দূর ঠিকানায়
ভবিষ্যতের সন্ধানে।
0 মন্তব্যসমূহ