✍️চন্দ্রিমা বণিক
ঋতুর রাণী তোমায় জানি
শুনি তোমার আগমনী
বছর আধেক গেলে,
শিশির ভেজা কাশের দোলায়
শিউলি কামিনী গন্ধ বিলায়
ধিনাক তিনাক বোলে।
আকাশ জুড়ে রঙের মেলা
মেঘ নয়, যেন সাদা ভেলা
কত ছবি আঁকে,
দুখের রবি অস্ত গেল
চাষির সাধের শস্য এল
সুখের সময় ডাকে।
প্রাণবন্ত প্রকৃতি আজ
নবান্নে আজ নতুন সাজ
মুখে ফুটায় হাসি,
কৃত্তিকা আর আর্দ্রা তারা
ধরায় ঢালে আলোক ধারা
বাতাস বাজায় বাশিঁ।
0 মন্তব্যসমূহ