✒️সোমা গঙ্গোপাধ্যায়
কিছু পাগল করা ইচ্ছে
আর সুপ্ত অভিমান,
জরাগ্রস্ত এই কলমের বুকে
জমুক ঘাম,
নৈঋতের দিকে ছুটে যাক্
কোনো বন্ধা মেঘ,
ভাঙুক এবার মৌন সময়ের জড়তা।
ছিন্নমস্তা মানবতা
হৃদয়ে জাগায় দগদগে ক্ষত
জেগে থাক্ তুই একাকিনী নির্বোধ
এই কুহকিনী রাতে,
বেঁচে থাক্ তুই জীবনের প্রয়োজনে
পূর্ণিমার চাঁদ হয়ে নয়
এক ক্ষয়প্রাপ্ত চাঁদ হয়ে,
যেখানে হৃদয়ের প্রকোষ্ট থেকে
নি:সাড়িত হবে না আর কোন
নিস্তব্ধ তরঙ আহত নৈশব্দে।
আবারো ঘন মেঘ
জমেছে দু' চোখ জুড়ে
পান্ডুলিপি ভিজছে অঝোরে
স্মৃতির জীবাশ্ম ছুঁয়ে।
আর কত কাঁদাবি মেঘ,
আর কত কাঁদাবি আমায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন