জীবনটা হবে শেষ

✒️প্রতীক হালদার 

খালি হওয়া বুক, অচেনা অসুখ 
বাজনা বাজায় বেশ,
প্রতি নিঃশ্বাসে না পাওয়ায় গল্প 
জীবনটা হবে শেষ!

আশা গুলো আজ বড় অসহায় 
চায় না হিসাব নিতে,
অনুতাপের আগুন ধরিয়ে 
নিজে চায় শেষ হতে!

সব যোগাযোগ বন্ধ হয়েছে 
শেষ যাত্রাটা শুধু বাকি!
নিজের কাছে নিজেই আছি 
দিক না সবাই ফাঁকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন