✒️ইন্দ্রজিৎ দাস
আবার ফিরে পেতে চাই শৈশব বেলা।
ফিরে পেতে চাই সেই পুরনো ভোরের আলো ফুল কুড়ানো দিন।
ফিরে পেতে চাই সেই শৈশবের স্কুলের বন্ধুদের সঙ্গে কাটানো দিন।
ফিরে পেতে চাই সেই রোজ সকালে উঠে বই এর পাতায় মাথা গুঁজে পড়াশোনা করতে বসা বাল্যকাল।
ফিরে পেতে চাই সেই শৈশবের খেলাধুলার সবুজ মাঠ।
ফিরে পেতে চাই সেই শৈশবের শীতের ভোরে টিউশন পড়তে স্যারের বাড়িতে যাওয়ার দিন।
ফিরে পেতে চাই সেই শৈশবের সোনায় মোড়ানো দিন।
ফিরে পেতে চাই সেই শৈশবের সবুজ ধানের খেত, পুকুরে বালি হাঁসের ছানা সহিত বিচরণ, ভোরে কাক ও চড়াই পাখিদের কিচিরমিচির শব্দ।
ফিরে পেতে চাই বিকালে পাড়ার ছেলে মেয়ে ভরাট খেলার মাঠ।
ফিরে পেতে চাই সেই শৈশবের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শাসন ও আদর।
ফিরে পেতে চাই সেই শৈশবের স্কুল রোমে বসে পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষ এবং ছুটে যাওয়া যানবাহন চলাচল শব্দ শুনে জানালার ফাঁক দিয়ে ঘুরে তাকানো দিন।
ফিরে পেতে চাই সেই শৈশবের স্কুলের মাঠ -ডে- মিলের লাইনে দাঁড়িয়ে বন্ধুদের মাঝে খুনশুটি করা দিন।
ফিরে পেতে চাই সেই শৈশবের স্কুলে সবার আগে পৌঁছে প্রথম সারির বেঞ্চে বসার জন্য ছুটে যাওয়া দিন।
ফিরে পেতে চাই স্কুলে বন্ধুদের সঙ্গে টিফিন ভাগাভাগি করে খাওয়া দাওয়া করার দিন।
ফিরে পেতে চাই সেই শৈশবের স্কুল ছুটির শেষে সব ছেলে মেয়েদের একসাথে ছুটোছুটি করে বাড়ি ফেরার সেই চিৎকার করে উঠা সোনালী দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন