জন্মদায়িনি মা

✒️মনচলি চক্রবর্তী 

মা তুমি আমার জন্মদায়িনি মা,
তোমার মতো আছে কজন
তোমার মতো নেইকো মা 
কোন আপন জন। 
মা তোমার আদরেই 
হাসি আমি
মা তোমার বকুনিতে
কাঁদি আমি।
তোমার স্নেহ মমতায় মা গো 
আমার শৈশব হাসবে 
মা তোমার শাসনেই আমার
ভবিষ্যৎ জীবন গড়বে।
জয় করলে মায়ের মন
হাতে পাবো এই বিশ্বভুবন।
মা গো মা তুমি চিরকাল মোরে
রেখোগো তোমার স্নেহের আঁচলে 
রেখো গো মা তোমার সন্তানেরে
তোমার চরন কমলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন