শুভ জন্মদিনের গান

✒️বিপ্লব গোস্বামী

জ্বালিয়ে আলোর বাতি সবাই আনন্দে মাতি
আশিস শুভেচ্ছা অন্তহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

প্রতিদিন গুণি দিন কবে আসবে শুভদিন
আনন্দ হবে সীমাহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

তোমার জন্মদিনে নানান কবিতা গানে
আনন্দ করি সীমাহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

যেদিন জন্মিলে তুমি মা দিলেন কপালে চুমি
বাবা বাজিয়েছিল বীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

সবে দেই শুভেচ্ছা সফল হোক সব ইচ্ছা
বেড়ে উঠো হয়ে বাধাহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

সবার শুভ কামনা সুখ শান্তির বাসনা
ভালোবাসা দেই অন্তহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন