✒️মন্দিরা লস্কর
যখন কেউ চলে যায়
নিশ্চুপ তাঁর চলে যাওয়া দেখি।
সদর দরজা পেরিয়ে যেতে যেতে কেমন করে পেছনে ঠেলে দেয় বিষাদ!
তাঁর প্রস্থানের পথে ছিটিয়ে দেই জল,
যে জল ঘামার্ত শরীর বেয়ে কলকল ঝর্ণার মত নেমে আসে,
ধুয়ে নিয়ে যায় বরফের মত জমাট দীর্ঘ শ্বাস কিংবা
নুড়ি পাথরের মত স্মৃতি।
আজকাল নিজেকে খুব বেশি জ্যান্ত মনে হয়,
এদিক ওদিক হাত পা চালাই খুশি মত।
খুব অস্বস্তি বোধ হয় কারোর চোখে চোখ পড়লে,
ঠিকরে বেরোতে চায় পাথুরে চোখ।
কী করে সামলাবো এই অস্থিরতা!
নিথর চলে যাওয়ার পেছনে যখন পড়ে থাকবে আমার নড়াচড়া
চেয়ে থাকবে জ্যান্ত চোখ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন