চলন্ত ট্রেন

✒️বিশ্বজিৎ মানিক

চলন্ত ট্রেন সময় যার চালক
গন্তব্য রহস্যময় এক স্টেশন
যেখানে কেউ উৎরায় কেউ চড়ে
কেউ জানালার পাশে বসে গল্প জুড়ে।

পথের ধুলো চাকায় মেখে
গতি বদলায় ট্রেন
কখনো প্রচন্ড কখনো ধীর
কখনো সংকেতে স্থিতিশীল।

বাইরের ভূদৃশ্য পাল্টায়
সবুজ মাঠ, ইটের শহর,
বৃষ্টির পরশ, কুয়াশার পর্দা,
রোদে পোড়া গা বাতাসে মেলে শান্তি।

কেউ টিকিট কেটে বসে
আবার কেউ বিনা টিকিটে
সিট খুঁজে নেয় যাত্রীদের ভিড়ে
কারোর গন্তব্য নির্দিষ্ট, কারোর অস্পষ্ট।

স্টেশন আসে, স্টেশন যায়,
নামার সময় কেউ বোঝে, কেউ বোঝে না,
কেউ বলে,"এখনো বাকি অনেক পথ"
কেউ নেমে বলে,"এই তো আমার ঠিকানা।"

চলন্ত ট্রেন চলতেই থাকে
কেউ নামুক বা কেউ উঠুক
সময়ের গতিতে চলে পথ,
জীবনের ট্রেন তবু জানে না তার গন্তব্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন