মা ভারতী

✒️সুস্মিতা দেবনাথ

জনম আমার ধন্য আজি
মা ভারতীর কোলে।
সবুজ শ্যামল মায়ের আঁচল
স্নিগ্ধ হাওয়ায় দোলে ।।

গর্ব করি ভারত আমার
প্রথম পরিচয় ।
পরমাত্মীয় সবাই এথায়
পর যে কেহ নয়।।

মা ভারতীর দামালরা রোজ
দেয় যে আত্মহুতি ।
মায়ের তরে স্বজন ছেড়ে
জ্বালায় স্মারক জ্যোতি ।।

দেশদ্রোহী ঐ হায়না দলের
যত কারসাজি,
খুলতে মুখোশ এই মাটিতে
ওরা বিলীন হতেও রাজি।।

বন,পাহাড় আর বরফ তাদের
জীবন সাহারায় ।
নির্ঘুম রাত ব্যস্ত দিবস 
মায়ের পাহারায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন