খেলাঘর

✒️গণেশ দে

ইঁদুরের দল হামলে পড়েছে
শস্যদানার উপর
নীরবে নিঃশব্দে বন্ধ জানলার
ভিতরে দুমরে মুছরে একাকার।

গলা শুকিয়ে আসছে
চৈত্রের মাঠের মতো আমার পিপাসা
এক কাপ চায়ে চুমুকের অভাবে 
দস্যুরা হামলে পড়েছে বিছানা ছেড়ে
ওঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছি। 

মাথার ভেতর যেন ইঁদুরের খেলাঘর
চোখ থাকতেও দৃষ্টিহীন
গোটা রাত ইঁদুরের ঠোকর খেতে খেতে
ভোরের প্রহর গুনছি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন