আমার মা

✒️বাপ্পা সরকার 

মা, মাগো, আমার মা তুমি জগত জননী মা
জগত জুড়ে তোমার পরিশ্রম তোমার মহিমা------
আছে চরিয়ে তোমার স্নেহ তোমার সাধনা,
মা, জগৎ মাঝে তোমার নেইকো তুলনা। 

কত কষ্ট করে তুমি ছোট থেকে করলে বড়, 
তোমার কৃতিত্বে আমি মানুষ, তুমি মা দুঃখ হড়ো।
মা, জন্ম থেকে তোমায় পেয়ে হয়েছি আমি ধন্য,
তোমার কোলে এমন শান্তি মা তুমি বায়ু, তুমি অন্ন।

যখন আমি ছোট ছিলাম তোমায় কত দিয়েছি কষ্ট 
রাত -বিরেতে কেঁদে উঠতাম তোমার ঘুম যে হত নষ্ট 
কত স্নেহ করে তুমি বুকের সুধা করিয়েছো পান,
ইচ্ছে করে মা তোমায় নিয়ে বাঁধি একটি স্নেহের গান।

মা তোমার কষ্ট সার্থক হবে সেই দিন 
যদি মানুষের মাঝে পাই সন্মান।
মাগো তোমায় পেয়ে ধন্য আমি 
তোমার চরণ, আমার কাছে স্বর্গ সমান। 

মা তোমার কাছে যে ঋণ তা
শোধ হবে না কোন দিন,
যতদিন বাঁচবো যেন তোমার আশীষ
পাই আমি প্রতিদিন।

মা, আমার মা সবার মা মায়ের নাই তুলনা, 
মাকে সবাই ভালোবাসো মায়ের স্নেহ ভুল না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন