জীবন্ত

 ✒️পান্থ দাস 

তুমি জীবন্ত,
অজস্র বিরোধীর দোয়াতে,
জাদুময় প্রকৃতি
বাঁশি সুরে ঠোঁটেতে।

তুমি জীবন্ত,
সবার হৃদয়ের মাঝেতে,
সৈনিক জীবন
শত প্রতিবাদির কলমেতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন