✒️অভিজিৎ চক্রবর্তী
ঋতুচক্রে আবদ্ধ এ জীবন।
সকলের জীবনে বসন্ত আসে
শীত আসে, আসে শরৎ, হেমন্তও।
জীবন বসন্তে ফুল না ফুটলেও প্রেমের সুগন্ধ পাওয়া যায়।
পাওয়া যায় কুয়াশা বিহীন জীবনের শান্ত শীতলতা।
আবার বর্ষার বানভাসি জল জীবনকে বিষাদ সাগরে বয়ে নিয়ে যায়।
শরতের ছোঁয়া জীবনকে দেয় নতুন রূপ
আনন্দে মাতোয়ারা করে সাজিয়ে তুলে।
শীতে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে জীবনে
আর চলে যাওয়ার সময় রেখে যায় মায়া।
জীবন অনেক বড়ো, মায়ায় আটকে থাকলে জীবন চলে না।
তবুও কিছু পরিযায়ী পাখি জীবনে এত গভীর সম্পর্কে আবদ্ধ হয়
যাকে ভুলতে গেলে জীবন শুধু জলহীন মরুভূমি মনে হয়।
জলের অপর নাম যদি জীবন হয়
জল ছাড়া কি জীবনের কোনো মানে রয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন