নারী

 ✒️পৌষালী ভৌমিক

নারী নাকি সমাজের মুখ,
সেই মুখে তিক্ততা আর অম্ল ছুঁড়ে
পেলে কি অমেয় সুখ?
মুখোশধারী 'ভদ্রলোক',সামাজিক সম্মানে সম্মোহিত,
নারীর সম্মানে শুধুই আত্মসম্মান বাঁচে,বাকিটা আহত।
তোমরা 'ভদ্র' পুরুষ,তোমাদের বীরত্ব কাজে কাজে,
নারীর দেহ বুঝি নির্যাতনের রক্ততেই সাজে?
নারীত্বকে অধীনে রেখে মেটাচ্ছ নিজের পিয়াসা,
পদে পদে অবমাননা করছ নারীর মহিমা।
নারী শুধু মা,বোন,স্ত্রী নয়,নারীও যে আগে মানুষ,
নারীর ছোঁয়া আঁধার ঘোচায়,মেশায় মানে হুঁশ।
নারী শক্তির প্রতীক,পূজিত হয় প্রাণহীন মাটিতে,
প্রাণের মাটি অবহেলায় বাঁচে,অবজ্ঞায় প্রাণ খোঁজে।
নারী নয়কো কারো হাতের পুতুল কিংবা দাসী,
ধৈর্য্য ভাঙলে ঝুলবে 'ভদ্র' পিশাচ মরণের ফাঁসি।
প্রতিবাদ নয়,নারী তুমি গর্জাও বিনাশের সুর,
বর্ষাও অগ্নি,মুছে ফেল পাষাণের অসিত নুর।
আমিও যে নারী,নীতিতে শক্তি মেশাই,
সুর আর কলম,দুয়েতেই আগুন ঝরাই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন