আজ সাতসকালে আগরতলা থেকে খোয়াই ফিরে আসছি। গতকাল রাতটা কাটিয়েছি দূর্গাচৌহমুনী বাজার সংলগ্ন জনৈক বন্ধুর বাড়ীতে। ফেরার পথটা মনে-মনে ধরে নিয়েছিলাম, প্রথমে বন্ধুর বাড়ী থেকে প্রাতঃভ্রমণে লেইক চৌমুহনীর সাদা ব্রীজটা পর্যন্ত আসবো আর তারপরে সেখান থেকে রিক্সা ধরে রাধানগর বাস স্ট্যান্ড অবধি ও পরে ছোটা গাড়ীতে করে খোয়াই ফিরবো।
বন্ধুর বাড়ী থেকে রওনা হলাম। হাঁটছি... হাঁটছি... হাঁটছি। একসময় সাদা ব্রীজটার সামনে এসে দাঁড়িয়েছি। ৫ মি... ১০মি... ২০... আধ ঘন্টা! তবুও একটি রিক্সার দেখা নেই। আমি হতবাক! হিসেব মতন তো এখন রিক্সা পাওয়ার কথা, অথচ রিক্সা - টমটম - টোটো সব উধাও!
হঠাৎ আড়চোখে লক্ষ্য করলাম ব্রীজের পাশের চায়ের দোকানে বসে একটি পশ্চিমা সম্প্রদায়ের ছেলে কৌতুহলী হয়ে আমার দিকে সমানে চেয়ে আছে। কিছুক্ষন পরে ছেলেটি নিজে থেকেই আমার দিকে এগিয়ে এসে এতো সময় ধরে একজায়গায় দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করল। স্বাভাবিক ভাবেই আমি বললাম, "বাস স্ট্যান্ডে যামু, তাই রিক্সার লিগ্গা দাঁড়াইসি।" ছেলেটি মুচকি হাসলো। তারপর বললো, "এইখানো বাস স্ট্যান্ডের লিগ্গা রিক্সা পাওয়া যাইতো না, আমনে ভুল করতাসেন।" ছেলেটির কথায় সম্বিত ফিরে পেয়ে আমি আবিষ্কার করলাম, হায়রে! লেইক চৌমুহনীর ব্রীজ তো নয়ই, উল্টে দূর্গাচৌহমুনীর ব্রীজের সামনে দাঁড়িয়ে আছি! দুটি ব্রীজ দেখতে প্রায় হুবহু একই, অন্য মনস্ক হয়ে ভুল পথ ধরেছি আর ঘন্টাখানেক যাবৎ শুধুশুধু তীর্থের কাকের মতো চেয়ে দাঁড়িয়ে ছিলাম।
ভাইটির সাহায্য পেয়ে আমি তখন খুশীতে গদগদ হয়ে কৃতজ্ঞ চিত্তে মনে-মনে একটি কথাই ভাবছিলাম যে, ভাইটিকে কিভাবে যে এই উপকারের প্রতিদান দেবো? এরপর বললাম - "ভাই, আমনেরে কেমনে যে ধন্যবাদ জানামু বুঝতাসি না!" উত্তরে সেই ছেলেটি অমনই এক কথা বললো যে আমার মন-প্রাণ সবকিছু এক নিমেষেই জয় করে নিল। সে বললো, "আরে আমার কিচ্সু লাগতো না দাদা। এর তিক্কা যেকোন সময় যদি দেখেন যে কেউ এমন সমস্যাৎ পরসে, তারে তখন সাহায্য কইরা দিয়া দিয়েন... তইলেই মনে কইরেন যে সাহায্যটা আমিই পাইসি।"
অর্ধশিক্ষিত দরিদ্র পশ্চিমা সম্প্রদায়ের ছেলেটির অমন উচ্চমার্গীয় চিন্তাশক্তির কথা ভেবে-ভেবে তাঁর নামটি জিজ্ঞেস করতেই বেমালুম ভুলে গিয়েছিলাম। তারজন্যে পস্তাচ্ছি এখনও। অনন্ত ভদ্রতার খাতিরে তাঁর নামটি জানা উচিত ছিলো। যাইহোক! সবশেষে আমি যেটুকু উপলব্ধি করলাম তা হচ্ছে, আসলে নায়ক বলতে আমরা যা বুঝি, ভাইটি ছিল সেই। তাই এই 'নায়ক' নামেই সে চিরকাল আমার জীবন কাহিনির একজন পথপ্রদর্শক হয়ে থাকবে। তুমি ভালো থেকো 'নায়ক', এই কামনায়.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন