একাত্মতা বৃদ্ধি

✒️লক্ষী পাল

চেনা, অচেনা, দূর অথবা নিকট, 
কারো সম্বন্ধে কিছু জানতে গেলেই যে তোমাকে লাগে। 
তুমি ছাড়া যে কৌতূহল স্পৃহা কখনোই মিটবে না। 
তোমার উপরে নির্ভর করেই
কত স্থান ঠিকানার মিলে খোঁজ। 
কত অচেনা ও হয়ে যায় চেনা। 
অজানার সাথে মিলে ভাব। 
ভাব তরঙ্গ একই ধাঁচে গড়া হলে
বেড়ে যায় অন্তরঙ্গ।
যেনো দূরকেও আত্মার আত্মীয় লাগে।
তোমার মহিমা এমনই..... 
হঠাৎ দু তিরের মাঝে মিলন স্রোত বয়ে যায়।
মন খুলে তৃপ্তি ভরে
সুখ দুঃখের সাথি করা যায়।
 নিঃশ্বাসে প্রশ্বাসে যা ঘোরে, 
তার সঠিক সমব্যথী পাওয়া যায়। 
ভাববিনিময়ে যেনো চির একাত্মতা স্থাপন হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন