বসন্তের আনন্দ

✒️শুক্লা রানী দাস

আজি বসন্তে মনের আনন্দে
আছি রঙ আবিরে ছন্দে ছন্দে
বাতাসে রঙে রঙে রঙ বাহার
গাছের ফুল দেখায় চমৎকার। 
আমরা খেলি হোলি 
যৌবন জোয়ারে ভেসেই চলি। 
নাই ভেদাভেদ কেবা নর কেবা নারী
কিসের আপন কিসের পর। 
আমরা নাচি গাই তালে তালে
যুথে যুথে রঙ খেলি সবাই মিলে। 
রঙে রঙে রঙ মিশায়ে রঙের খেলা। 
এই বসন্তে মনের মাঝে দেয় দোলা। 
রঙে রঙে কেউ বা রাধা, কেউ বা শ্যাম
দুজনে রঙ আবিরে হয় রাধেশ্যাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন