✒️সুখময় মুড়াসিং
নির্ঘুম রজনী কাটেনা সজনী
সময় যেন থমকে দাঁড়ায় ,
হাজারো স্মৃতি ঘোরপাক খায়
মনের সুপ্ত মণিকোঠায় ।
রাতজাগা পাখি ক্ষণিক ডানা
ঝাপটে কুয়াশা ঝরায় ,
সুবাস ছড়িয়ে নিশীথে ফোটা
শিউলী ধুলায় লুটায় ।
শৈশব স্মৃতি হাতড়ে বেড়াই
প্রাক বর্ষার আঙিনায় ,
অতীত দিনগুলি কি চমৎকার
ছিল হাসি খেলায় ।
অনুভূতিহীন আত্মা , মরমে মরমে
হানছে তির্যক হেলায় ,
মৃত্যুকে ঘৃনা করি , তবু হতাশায়
ভোগাচ্ছে কেন আমায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন