ক্যারিয়ার

  ✒️দ্বীপ্তনু দে

হঠাৎ ঘোর ভাঙে, দেখতে পেল আঙুলের ফাঁকে তুলিটা আর নেই, বরং উঁকি মারছে একটা ওয়ান টাইম কলম। ক্যানভাস টাও পরিণত হয়ে গেছে একটা সাদা পৃষ্ঠার খাতায়।
ঘরের রঙিন দেওয়াল গুলিও কেমন ধুসর মনে হল। তাছাড়া দেওয়াল আঁকড়ে ঝুলছে কিছু ক্যালেন্ডার, Periodic Table, Formula of Mathematics, Cell Organelles, Thermodynamics আরও কত কি।
মনটা কেমন করে উঠলো, কালকের তাজা প্রান আজকে নিস্তেজ, শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ।
দেওয়াল এর যে পাশে কিছুদিন আগেও সেতার রাখা ছিল সেখানে আজ আলমারি, তার মধ্যে থেকে উঁকি মারছে কিছু প্রবেশিকা পরীক্ষার বই,
কিছু দিন আগে ভালো আর্ট করত সে, রুম থেকে শুনা যেত করুন সুর, কিন্তু আজ অবসাদগ্রস্ত ।
গতকালের প্রতিভা, আজকের রোগী, আগামীদিনের কী??...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন