ভিন্নতা

✒️সুমিতা বর্ধন

মনে হয় নিরুত্তাপ, নির্জীব একটি মানুষ,
উত্তাপের মাত্রা কবেই শূন্যের কোঠায়, 
দিন যায়, সময় বয়ে যায়
সেই গতিতে কোন ফারাক পড়ে না,
পার্থিব গতিতেও যে অবিশ্বাস,
চলার পথে কেমন একটা ধোঁয়াশা অন্ধকার,
সেই অন্ধকারের গতি পথ ধরেই
নির্জীব, নিরুত্তাপ মানুষের চলা,
হঠাৎ খেয়ালের বশে দৃষ্টি যায়
অন্ধকারের আকাশ ফুঁড়ে 
ভোরের সূর্য উঠে,
কিন্তু ঐ সূর্যের তাপ ও যে 
বড়োই শীতল ঠেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন