✒️মোঃ আলামিন
কিভাবে কেটে গেল এতটা বছর
একটু একটু করে বেলাটুকু ঘনিয়ে আসছে।
দুচোখে শুধু স্বপ্নের পাহাড়
আগামী দিনগুলোর সন্ধানে।
খসে যাচ্ছে এক একটি দিন,
সময়টাও সমাপ্ত হবে একদিন।
শুন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি
জানালার পদপানে অনেক দূরে।।
হয়তো ফুরিয়ে আসছে দিন!
ঝরে যাওয়ার অসীম প্রতীক্ষায়।।
সময়টা যখন একদিন জোরেই যাবে
একটু হেসেই দিন কাটাই!
কি হবে এত মাথা ভর্তি টেনশন নিয়ে।
অগোছালো স্বপ্ন থেকে বেরিয়ে একটু নিঃশ্বাস ফেলি!
বাকি দিনগুলো একটু ফুলের মত নিঃস্বার্থ হয়ে জীবন যাপন হোক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন