স্বর্ণ আভা

✒️পরিমল কর্মকার 

তোমাকে দেখব বলে, প্রতিদিন জেগে উঠি।
তোমার নবযৌবনার সৌন্দর্য আমাকে প্রাণ চঞ্চল করে তোলে।

তোমার রূপ, তোমার স্বর্ণ আভা সৌন্দর্য, আমার দেহমনে শিহরণ জাগায়।

জীবনটা সুন্দরের পিপাসু,
ভালবাসার উষ্ণ আবেগে পিপাসু হৃদয়ে আজন্ম লালিত লজ্জা ত্যাগ করে তোমাকে আপন করে নিয়েছি।

জীবনের অনেকটা পথ আজ অতীত,
শীতের তৃষ্ণার্ত নদী যেমন ঘন বর্ষার অপেক্ষায় -
ঠিক তেমনি তোমার রূপের ভালবাসায় তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে সকালে জেগে উঠি তোমার সান্নিধ্য পাব বলে।

জীবনের ব্যর্থ প্রয়াসে ক্লান্ত অসহায় চোখ জেগে থাকে রাতের স্বপ্ন ছোঁয়া আবেগে,
তবুও ভোরের মলিন বাতাসে কোথায় হারিয়ে যায়,
তোমাকে পাবার আশায় !

তুমিতো জানো, হৃদয়ের শুভ্র আবেগ থেকে ভালবাসার জন্ম,
তাই আমৃত্যু তোমাকে ভালবাসবো বলে প্রতিজ্ঞা করেছি।
চাই না আমি প্রতিদান,
শুধু তোমার সান্নিধ্য পেতে চাই,
দীর্ঘ জীবনের চলার পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন